|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই বাইক আরোহী ও চালক। ঘটনাটি মগরাহাটের চাকদার হাসুড়ি পোস্ট অফিসের কাছে। মৃত এক এবং গুরুতর আহত অবস্থায় একজনকে এলাকার মানুষের ও মগরাহাট থানার সাহায্যে পুলিশ উদ্ধার করে তড়িঘড়ি করে মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে।মৃত বাইক চালক ও আরোহীর নাম আবু বকর মোল্লা ও আইনুল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বাইকটি দ্রুত গতিতে আসছিল অপর দিক থেকে একটি লরি যাচ্ছিল, তাদের মুখোমুখি সংঘর্ষ হয়,সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন দুজনেই,বাইক চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় মগরাহাট থানার পুলিশ বাহিনী। মৃত দুই জনের বাড়ি মগরাহাট আমতোয়ালি ও কেসিলি বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই ঘটনায় গোটা এলাকা থমথমে হয়ে যায় এবং মৃত দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।