ফাঁকা বাড়িতে চুরি করতে গিয়ে পাকড়াও হল দুই মহিলা চোর

নিজস্ব প্রতিবেদক:- ফাঁকা বাড়িতে চুরি করতে গিয়ে পাকড়াও হল দুই মহিলা চোর। ঘটনাটি ঘটেছে সোনারপুর এলাকার। ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি করবার সময় দুই মহিলা চোর পুলিশের হাতে ধরা পড়ে।দুজনের বাড়ি ঘুটিয়া শরিফ এলাকায়। তাদের কাছ থেকে পুলিশ বাসনপত্র, সোনার গয়না, ইলেকট্রিক সরঞ্জাম সহ আনুমানিক 10 লক্ষ টাকার জিনিসপত্র উদ্ধার করেছে। সোমবার নাইট পেট্রোলিং করবার সময় দুই মহিলা চোরকে চুরি করবার সময় আটক করে সোনারপুর থানার পুলিশ।