|
---|
সফিকুল আলম, নতুন গতি, মালদা: আজ দুপুরে আগুনে ভস্মীভূত হলো পাশাপাশি দুটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় রান্নার উনুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। তারপর পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়েন। সেই সঙ্গে দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। তবে দমকল বাহিনীর কর্মীদের আসার আগেই আগুনে ভস্মীভূত হয় বাড়ির আসবাবপত্র, খাদ্য সামগ্রী সমস্ত কিছু। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আতাউর রহমান জানান, পাশাপাশি দুটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর দমকলের স্টেশন ইনচার্জ প্রবীর কুমার রায় বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওয়ানা দিয়েছিলাম কিন্তু মাঝপথে খবর পাই সব ভস্মীভূত হয়েছে। হরিশ্চন্দ্রপুরের তৃনমূল কংগ্রেসর প্রার্থী তজমুল হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যের জন্য প্রশাসনকে জানানো হয়েছে।