রিজেন্ট পার্কের পর এবার তিলজলায় চলল গুলি ও বোমাবাজি; ঘটনায় জখম ২

কলকাতা: রিজেন্ট পার্কের পর এবার তিলজলায় চলল গুলি ও বোমাবাজি। শনিবার সাতসকালে প্রতিবেশীকে লক্ষ্য করে হয় এই ঘটনা। আহত হয় সেই প্রতিবেশী ও তার বাবা। ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি তারা।

    জানা যায়, শনিবার সাতসকালে রাজু রায় নামে স্থানীয় এক বাসিন্দা বাজার সেরে ফিরছিল। সেই সময় এলাকারই বাসিন্দা জীবত রায় এবং তার ভাইয়েরা রাজুর পথ আটকায়। শুরু হয় বচসা। তা মেটাতে আসেন রাজুর বাবা ডাবলু রায়। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। চলে তিন রাউন্ড গুলি। স্থানীয়রা উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে।

    ঘটনাস্থলে পৌঁছায় তিলজলা থানার পুলিশ। যদিও ততক্ষণে জীবত এবং তার ভাইয়েরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাবার্তা বলে পুলিশ। স্থানীয়দের দাবি, অভিযুক্ত জীবত এবং তার ভাইদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা নানা অসামাজিক কাজের সঙ্গে যু্ক্ত। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আগেও পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তবে ঠিক কী কারণে রাজু রায়ের উপর হামলা চালাল তারা, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।