রাতের অন্ধকারে হয় সড়ক দুর্ঘটনা, মানুষের বক্তব্য শুনেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চট্টোপাধ্যায়

শিলিগুড়ি: আলো না থাকায় রাতের বেলায় সড়কে অন্ধকার থাকে। যার ফলে চলাচলের সময় এ ধরণের সড়ক দুর্ঘটনা ঘটে।

    বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিধায়ক শিখা চট্টোপাধ্যায় আজ এনএইচআই অফিসে গিয়ে মানুষের সমস্যার কথা শুনেন। প্রকল্প পরিচালকের সঙ্গে দেখা করে  তাদের পুরো সমস্যার কথা জানান। জাতীয় সড়কের তরফে আশ্বাস দেওয়া হয়েছে ওই ব্যক্তিদের।

    আজ দুই বিজেপি বিধায়ক জাতীয় সড়কে লাইট বসানোর দাবী নিয়ে NH (31-d) প্রকল্প পরিচালকের সাথে দেখা করলেন।  উভয় বিধায়ক বলেছেন, জাতীয় সড়কে আলোর অভাবের কারণে দুর্ঘটনা ঘটছে। এই ঘটনাগুলি প্রতিরোধ করতে, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি যৌথভাবে আজ জাতীয় সড়কে (30-D) কাজ করেছেন। এ বিষয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা হয়।

    উল্লেখ্য, কয়েকদিন আগে জলেশ্বরী বাজারের কাছে একটি বোল্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এই ঘটনার পর থেকে মানুষজন জাতীয় সড়ক অন্ধকারের প্রসঙ্গ তুলছে। মানুষের অভিযোগ, মহাসড়কে এদিকে এই খবরে খুশি ওই এলাকার বাসিন্দারা তারা জানিয়েছেন এই শীতের সময় একদিকে ঘন কুয়াশা অন্যদিকে অন্ধকার,সবমিলিয়ে রাতে আমাদের বের হওয়াই অসুবিধাজনক।তার উপরে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তবে তো কথাই নেই।যদি সরকার আলোর ব্যাবস্থা করে তবে আমাদের চরম উপকার হবে।