কালিয়াচক ডক্টরস ক্লাবের উদ্যোগে পালিত হল চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮ তম জন্মদিন ও “বিশ্ব হোমিওপ্যাথি” দিবস

নাজমুস সাহাদাত , কালিয়াচক : মালদার কালিয়াচকের মাস্টারপাড়ায় কালিয়াচক ডক্টরস ক্লাবের উদ্যোগে একটি বেসরকারি নার্সিংহোমের কনফারেন্স সভাঘরে সাড়ম্বরে পালিত হল চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮ তম জন্মদিন ও “বিশ্ব হোমিওপ্যাথি” দিবস ।  উল্লেখ্য , হোমিওপ্যাথি হল একটি ছদ্মবৈজ্ঞানিক বিকল্প চিকিৎসা পদ্ধতি ১৭৯৬ সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এটি আবিষ্কার করেন । আজ ১০ ই এপ্রিল তাঁর জন্মদিন কে অনুসরণ করে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে এই দিনটিকে এই বছর প্রথম “বিশ্ব হোমিওপ্যাথি” দিবস হিসেবে উদযাপন করার নির্দেশ দিয়েছেন ।

    অতএব আজ চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এর জন্মদিন কে স্মরণ করে তাঁর ছবিতে মাল্যদান ও প্রনাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয় । এবং সংগীত শিল্পী তাপস রায় এর উদ্বোধনী সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান পর্ব আরম্ভ হয় ।

    এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালিয়াচক ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সেলিম হাবিব সরদার , কালিয়াচক থানার এসআই সৌম্যজিত মল্লিক , কালিয়াচক মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ জামালুদ্দিন , কালিয়াচক ডক্টরস ক্লাবের সম্পাদক চিকিৎসক আসরাউল হক ও হোমিওপ্যাথি ডক্টরস ক্লাবের ৬২ জন চিকিৎসক উপস্থিত ছিলেন ।

    বিশিষ্ট চিকিৎসক ও কালিয়াচক ডক্টরস ক্লাবের সভাপতি ডঃ হাজেরুল ইবকার জানান , আজকে সারা বিশ্বজুড়ে চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৮ তম জন্মদিন অর্থাৎ ” বিশ্ব হোমিওপ্যাথি” দিবস উদযাপিত করা হল । এবং আজ আমাদের রাজ্যের তরফ থেকেও সরকারিভাবে এই দিনটিকে পালিত করা হল । আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ৩ জন ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার , ৩ জন আশা কর্মী ও অঙ্গনওয়াড়ির ৩ সদস্যদের বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ।