|
---|
পথ দুর্ঘটনায় মৃত্যু দুইজন ব্যক্তির
সাকিব হাসান, বারুইপুর : দঃ ২8 পরগনা জেলার ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বামনঘাটার ঘটনা। বাইক ও বাসের সামনাসামনি ধাক্কা। মৃত দুই ব্যাক্তির নাম চন্দন দাস ও বিমল নস্কর। প্রত্যেকদিন এই হাইওয়েতে দুর্ঘটনা ঘটলেও সাধারণ মানুষ এখনোও সচেতন হচ্ছে না। বিশেষ করে যারা মোটর বাইক আরোহী। স্থানিয় সুত্রে খবর বাইক আরোহী বাসের থেকে দ্রুত যাবে বলে চেষ্টা করছিলো সেই সময় মুখোমুখী ধাক্কা লাগায় দুজনের মৃত্যু হয়।