সংকটময় মুহূর্তে রোগীর পাশে দাঁড়ালেন দুই ব্যক্তি

নতুন গতি নিউজ ডেস্ক: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টারের ভাঁড়ার শূণ্য। এইরকম সংকটময় মুহূর্তে মুমূর্ষ থ্যালাসেমিয়া রোগীরা বিপাকে পড়েছেন। পুরাতন মালদা ব্লকের রাঙ্গামাটিয়ার বাসিন্দা মৌসুমী কর্মকার বেসরকারি নার্সিংহোমে ভর্তি। এই অবস্থায় হবিবপুর ব্লকের দাল্লা চন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শনিবার সকালে জয়দেব লাহিড়ী রক্তদান করে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ালেন। অন্যদিকে গাজোল ব্লকের রানীগঞ্জের হতভাগ্য থ্যালাসেমিয়া শিশু অর্পিতা রায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি, তাকেও বামনগোলা ব্লকের মুদীপুকুরের বাসিন্দা পার্থ বর্মন রক্তদান করে মানবিকতার নজির গড়লেন। পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার পক্ষ থেকে রক্তদাতাদের অভিনন্দন জানানো হয়েছে।