|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
বকুলতলায় জাল টাকা সহ ধৃত দুই ব্যাক্তি। উদ্ধার তিনটি মোবাইল ফোন ও তাদের ব্যবহৃত একটি মোটরবাইক। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ মনিরতটের হাওয়া ভাটা এলাকা থেকে চল্লিশটি ৫০০ টাকার জালনোট সহ দু’জনকে হাতে নাতে গ্রেফতার করে।
ধৃতদের নাম সুবীর দে এবং সুমিত দে। বাড়ি হাওড়া জেলার ডোমজুড় এর ঝাপরদাহ এলাকায়। ধৃতদের কাছ থেকে ৪০ টি ভারতীয় ৫০০ টাকার জাল নোট ,তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।আটক করা হয় তাদের ব্যবহৃত একটি অ্যাপাচি মটর সাইকেল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে তারা ওই নকল টাকাগুলি মনিরতট এলাকায় সরবরাহ করার জন্য এনেছিল। তবে ওই টাকাগুলো তারা কোথা থেকে সংগ্রহ করেছে এবং কাদের উদ্দেশ্যে এখানে এনেছিল তা জানার চেষ্টা করছে বকুলতলা থানার পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হয়।