|
---|
জলপাইগুড়ি: মাস্ক না পড়ে বাজারে আসায় করোনা পরীক্ষা,আর রিপোর্ট পজিটিভ আশায় অ্যাম্বুলেন্সে করে সোজা কোভিড হাসপাতালে পাঠান হল দু’জনকে। জানা গেছে, মাস্কবিহীনদের করোনা পরীক্ষা করতে গিয়ে দুইজন করোনা পজিটিভের হদিস মেলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরে কয়েকদিন ধরে দিনের বেলায় যারা মাস্ক ছাড়া বের হচ্ছেন তাদের করোনা পরীক্ষা করান হচ্ছে। সোমবার রাতে জলপাইগুড়ির জনবহুল কদমতলার একটি শপিং মলের সামনে করোনা পরীক্ষা করা হয়। মাস্কবিহীনদের বিরুদ্ধে নামা এই অভিযানে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে ছিল কোতয়ালি থানার পুলিশ, জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সুদীপ পাল, পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারপার্সন সৈকত চ্যাটার্জী, সন্দীপ মাহাতো সহ অনেকে।
স্বাস্থ্যকর্মী সূত্রে জানা গেছে, মাস্ক ছাড়া মোট ৫০ জনের করোনা পরীক্ষা করান হয়। এতে ২ জনের কোভিড রেজাল্ট পজিটিভ ধরা পড়ে। ১ জনকে সাথে সাথে সোজা জলপাইগুড়ি কোভিড হাসপাতালে পাঠান হয় এবং ১ জনকে হোম আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে।
এদিনের অভিযান নিয়ে পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, “মাস্ক যারা পড়েনি তারা করোনা ছড়াচ্ছে কি না তা দেখতে মাস্কবিহীনদের ধরে ধরে করোনা পরীক্ষা করান হচ্ছে। যাদের ধরা পড়ছে তাদের উপসর্গ কম থাকলে হোম আইসোলেশনে পাঠানোর কথা বলা হচ্ছে। আর যদি উপসর্গ থাকে তাহলে আমরা হাসপাতালে ভর্তি করাব।