ব্রাউন সুগার সহ দুই পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মালদা ১৮ আগস্ট ঃ গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল সিআইডি শাখার এক বিশেষ টিম। শনিবার সন্ধ্যায় মালদা কালিয়াচক থানার পুলিশের সহযোগিতায় কালিয়াচক থেকে এই দুই পাচারকারী গ্রেপ্তার করে সিআইডি। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে পেশ করে সিআইডি।জানা গেছে ধৃত ওই দুই পাচারকারীর নাম আব্দুল রহিম এবং নুরুল ইসলাম। বাড়ি মালদা কালিয়াচক থানা এলাকায়। সূত্রের খবর এই দুইজনের নামে বেশ কিছুদিন ধরে খোঁজখবর রাখছিল সিআইডি। সেইমতো শনিবার রাতে কালিয়াচক থানার পুলিশের সহযোগিতা নিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১ কেজি ব্রাউন সুগার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তবে এর পেছনে অন্য কোন চক্র আছে কিনা তাও খতিয়ে দেখছে সিআইডির এই বিশেষ টিম।