|
---|
মালদা, ২৮ সেপ্টেম্বর: কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাসপেন্ড হওয়া দুই পুলিশ আধিকারিককে পুনরায় কাজে বহাল করল মালদা জেলা পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণ না হওয়াতেই ফের তাদের কাজে পুনর্বহাল করা হল বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, গত আগস্ট মাসের ২২তারিখে এক কোটি টাকা নিয়ে এক মাদক ব্যবসায়ী নাসেল সেখকে থানা থেকে ছেড়ে দেওয়ার আভিযোগ ওঠে সৌম্যজিৎ মল্লিক ও রাকেশ বিশ্বাস নামে দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। তারপর থেকেই পুলিশ লাইনে ক্লোজ করা হয় তাদের।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীণ) শ্রী আনিস সরকার কে ওই ঘটনার বিভাগীয় তদন্তের ভার দেওয়া হয়। তদন্ত ওই দুই আধিকারিক নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের কাজে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।