|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.: মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে স্বামীজীকে নিজেদের সৃজনশীল শিল্পসৃষ্টির সাহায্যে শ্রদ্ধা জানালেন মেদিনীপুর শহরের বাসিন্দা দুই শিক্ষক। কেশপুরের মহিষাগেড়া হাইমাদ্রাসার শিক্ষক নরসিংহ দাস সরিষা,মুসুরডাল ও কালোজিরার সাহায্যে বিবেকানন্দ প্রতিকৃতি এঁকেছেন। অন্যদিকে চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক দিব্যেন্দু সাহা কালোজিরার সাহায্যে বিবেকানন্দের প্রতিকৃতি এঁকেছেন।দুজন তাঁদের সৃষ্টির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সবার নজর কেড়েছেন। তাঁদের ছবিতে কমেন্ট করে অনেকেই যেমন বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়েছেন তেমনি, শিল্পীকেও কুর্ণিশ জানিয়েছেন।