|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: সোনার দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই চোর। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাচল থানার মকদমপুর কালীতলা এলাকায়। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এদিন ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে চাঁচল মহাকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম সালাম আলী(১৯), বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা বারঘরিয়া এলাকায়। অপরজনের নাম আনজারুল হক(২১), বাড়ি বিহার রাজ্যে। পুলিশ আরও জানান, মঙ্গলবার গভীর রাতে চাঁচলের মকদমপুর কালীতলা এলাকায় ভৈরব কুমার সাহার সোনার দোকানে চার জন দুষ্কৃতী দোকানের সাটার ফাটিয়ে চুরি করতে গেলে সাটার ফাটানোর শব্দ শুনে প্রতিবেশীরা চিৎকারে দুই জন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হন। বাকি দুই জনকে ধরে ফেলে। এর খবর দেওয়া হয় চাঁচল থানায়। চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুই চোরকে ধরে থানায় নিয়ে যায়।