|
---|
মালদা: শহরের টোটো পাচার চক্রের হদিশ মিলল। চারটি চোরাই টোটো সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। সোমবার রাত্রে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আনসারুল হকের নেতৃত্বে মিল্কি আটগ্রাম এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ চারটি চোরাই টোটো সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো শেখ জাহাঙ্গীর এবং মিঠুন মৌমিন। ধৃতদের বাড়ি ওই এলাকাতেই। পুলিশ সূত্রে জানা গেছে শহর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে টোটো গুলি চুরি করে ওই এলাকায় জমা করেছিল। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, চুরি যাওয়া টোটো গুলি লোপাট করে পুকুরে ডুবিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গেছে।