ইসলামপুরে ফের গুলি চলল! আহত দুই তৃণমূল কর্মী সমর্থক

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের সময় থেকে তেতে রয়েছে উত্তর দিনাজপুর (North Dinajpur Shootout) । এবার জেলার দুই এলাকায় গুলি চলল।
ডালখোলায় পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাইপো ও ছেলের বিরুদ্ধে গুলি চালানোর ঘটনার পরে ইসলামপুর ফের গুলি চলল (North Dinajpur Shootout) । তবে এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাপরাঙা গ্রামে কয়েকজন দুষ্কৃতী দুই তৃণমূল সমর্থকের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, অভিযুক্তরা চোপড়া বিধায়ক হামিদুল রহমানের অনুগামী। গুলিবিদ্ধ দু’জনই ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর থেকে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা তেতে রয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা ঘিরে রেখেছে পুলিশ।সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে জেলা সভাপতি গোষ্ঠীর সঙ্গে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান গোষ্ঠীর বিবাদ চলছে। পঞ্চায়েত দখলের লক্ষ্যে কানাইয়া গোষ্ঠীর দুই পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁরা গোপন ডেরা থেকে পালিয়ে আসেন।
এরপরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে যখন তাঁরা বাড়ি ফিরছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মজিবুল হক ও বদরুল হক নামে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য।