|
---|
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বার বাংকিতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনায় তীব্র চাঞ্চল ছড়ায়। স্থানীয় এলাকার বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধারের কাজে হাত লাগান। স্থানীয় এলাকার বাসিন্দারাই আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করবার ব্যবস্থা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দুটি ট্রাক তীব্র গতিতে ছিল, সে কারণে দুর্ঘটনার ভয়াবহতা বেশি।