সোনা বন্দক ও ছাগল বিক্রি করে ভিনরাজ‍্য থেকে ফেরত হল চাঁচলের দুই শ্রমিক

উজির আলী, নতুন গতি, চাঁচল:  ঋনমুক্ত সংসার গড়তে ভিনরাজ‍্যে পাড়ি দেওয়া হয়েছিল দুইভাইয়ের। তবে সপ্তাহ খানেক কাজ করতে করতেই ঘোষনা লকডাউনের। কর্মহীন হয়ে করোনা ভাইরাস কে রুখতে লকডাউন সমর্থন করলেন তারাও।

    মালদহের চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নপুর গ্রামের সফিকুল ইসলাম ও মজিবুর রহমান দুই ভাই একসাথে হরিয়ানা রাজ‍্যে নির্মান কর্মীর কাজে যান। তবে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় লকডাউনের শেষ দিনে তাদের গ্রামে দেখে হতবাক বাসিন্দা সহ পরিবারেরা। রবিবার সকালে তারা একটি ইয়ামাহা ফিজার মোটরবাইক নিয়ে গ্রামে প্রবেশ করে।

    তাদের বেদনাদায়ক পথ চলতির কথা জানতে গেলে ফেরত শ্রমিক সফিকুল বলেন, সাতদিন কাজ করা হয়েছিল হরিয়ানার গুরগাও জেলার হিরোহন্ডা চকে্। তারপরেই ঘোষনা লকডাউনের। দুইমাস ধরে স্থানীয় স্বেচ্ছাসেবী,প্রশাসন ও খাওয়ার জোগান দিয়েছিল। তবে আর করতদিন খাব। কর্মহীন হয়ে ঘরে ঘুমিয়ে থাকা আর গ্রামের পরিবারের দুর্দশার বার্তা গুমরে গুমরে শেষ করে দিচ্ছিল হৃদয়টাকে। বাড়ীতে রয়েছে বৃদ্ধ মা-বাবা ও স্ত্রী সহ সদ‍্য হাটতে শেখা আড়াই বছরের কন‍্যা সন্তান।

    সফিকুল জানায়, আমাদের দুইভাইয়ের জন‍্য গোটা পরিবার দূশ্চিন্তায় কাটাচ্ছিল।
    দুইমাস ধরে কর্মহীন হয়ে পড়ায় টাকাও হয়েছিল শেষ। তাই বাড়ী থেকে টাকা ১৫০০০ টাকা। তবে বাড়ীর ছাগল ও সোনা বন্দক রেখে তা জোগাড় করা হয়েছিল জানায়। টাকা হাতে পেয়েই হন্ডাচকে একটি পুরাতন বাইক ৮০০০ টাকায় ক্রয় করে বাড়ি ফিরতে উদ‍্যোগী হয় দুইভাই। বুধবার ভোরবেলা তারা হন্ডাচক থেকে দুইভাই একটি বাইকে চেপে গন্তব্য ফিরার উদ্দেশ্যে বেড়িয়ে পড়ে। তবে সুরক্ষার জন‍্য হেলমেট ও সার্জক‍্যাল মাস্ককে সঙ্গী করেন।

    চলতে চলতে তিনবার বিকল হয়েছে পুরাতন বাইকটি বলে জানান। উত্তরপ্রদের আগ্রা ও কানপুরে বাইকটির চেন ছিড়ে যায়। লকডাউনে মেকানিক পাওয়া বিরল হয়েছিল তবে শেষে মেকানিক পাওয়া গেছে। পূর্ব-উত্তর প্রদেশ ও বিহার সীমান্তেও একবার বিকল হয়েছিল বলে জানিয়েছে। রাস্তায় পুলিশ আটক করলেও জিজ্ঞাসাবাদে মাস্কের কথায় বলেছেন শুধু। সাথে খাওয়ার দিয়েছে ইউ.পি ও বিহার পুলিশ সহ বাংলার পুলিশও। তবে টানা পাঁচদিনের এই যাত্রা মাঝে রাতের বেলা বিশ্রাম বা নিদ্রা নিইনি বলে জানান সঙ্গে আসা ভাই মজিবুর ইসলাম। তবে দিনের বেলা ফুটপাতে খানিকক্ষণ বিশ্রামই ছিল তাদের যথেষ্ট।

    ১৫০০ কিমি পথ অতিক্রম করে ৩৬০০ টাকার পেট্রল পুড়িয়ে রবিবার সকালে পৌঁছায় গ্রামের বাড়ীতে। বাড়িতে দুই ছেলে ফিরতেই হাসি ফুটেছে বৃদ্ধ মা বাবা সহ স্ত্রীর। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা পরিবার। তবে স্হানীয় স্কুলের কোয়ারান্টিন সেন্টারে শ্রমিক ভর্তি থাকাই বাড়ীতেই কোয়ারান্টিনে রয়েছে দুইভাই। যদিও ফাঁকা মাঠে গ্রাম থেকে ৩০০ মিটার দুরত্বে রয়েছে বাড়ীটি।
    স্বাস্থ‍্য বিধি মেনে ১৪ দিন বাড়িতেই থাকবে তারা। এবং তারা যেন বাড়ীর বাইরে না হয়, নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দা সাহাজান আলী।