মানবতার টানে বিশ্ব পরিবেশ দিবসের দিন মেদিনীপুর থেকে গোপীবল্লভপুর লাগোয়া চিচড়াতে ছুটে গেলেন দুই যুবক

মেদিনীপুর: দুই দিন আগে চিচড়া গ্রামের কৌশিক দাস ফেসবুকে বিবেকানন্দ গ্রাম বিকাশ কেন্দ্র নামক ফেসবুক প্রোফাইলে ,বর্ষা ঘোড়ই নামের চিঁচড়া গ্রামের দুস্থ ও মেধাবী অস্টম শ্রেনীর ছাত্রির জন্য সংস্কৃত পাঠ্য বই ও সহায়িকা বই একটি জ্যামিতি বক্সের অনুদানের জন্য আবেদন করেছিলেন, সেই পোস্ট দেখে মেদিনীপুরের শিক্ষানুরাগী ব্যাক্তি রাহুল কোলে ওই অ্যাকাউন্টটিতে যোগাযোগ করেন এবং উনি জানান তিনি পাঠ্যপুস্তক সহায়িকা পুস্তক সহ জ্যামিতিবক্স তিনি প্রদান করবেন এবং রাহুল বাবু প্রথমে ভাবেন শিক্ষা সামগ্রী গুলি বাসের মাধ্যমে পাঠিয়ে দেবেন কিন্তু বাসের সঙ্গে কথা বলার সময় বাস পরিচালক দের কথার নানারকম অসঙ্গতি প্রকাশ দেখে তিনি ধন্ধে পড়ে যান এবং তিনি সিদ্ধান্ত নেন শিক্ষা সামগ্রী গুলি ওখানে নিজেই পৌঁছাবেন তাই উনি দেরী নাকরে তার আরেক সহযোদ্ধা’ মেদিনিপুরের আরেক সমাজকর্মী শুভনীল সাহু কে সঙ্গে নিয়ে আজ সকাল আটটার সময় রওনা দেন এবং 80 km বাইক চালিয়ে চিচড়া গ্রামে বর্ষার বাড়ীতে পৌছে যান কিন্তু বর্ষা বাড়িতে না থাকায় ওনারা ছাত্রীটির মমিমা জবা মাহাড়ের হাতে শিক্ষা সামগ্রী গুলি তুলেদেন এবং ওনারা ক্থাদেন আগামী দিনে ওনাদের পরিবারের কোনো ছেলে মেয়ে শিক্ষা ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে ওনারা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, রাহুল বাবুরা আবারো প্রমান করলেন যে মানবতা এখনো হারিয়ে যায়নি।