মুর্শিদাবাদ জেলার জলঙ্গি পদ্মা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ: আজ দুপুরে পদ্মা নদীর জলে স্নান করার সময় নদীর স্রোতে তলিয়ে যায় বলে পরিবারে ও স্থানীয় দের বক্তব্য।

    প্রথম জাব্বার মন্ডল (১০) পিতা লালন শেখ।গ্রাম জয়কৃষ্ণ পুর,থানা জলঙ্গি,মুর্শিদাবাদ। দ্বিতীয় সোহেল বিশ্বাস(৮) পিতা ইন্দাদুল বিশ্বাস,বাড়ি জয়কৃষ্ণ পুর,থানা জলঙ্গি,মুর্শিদাবাদ।

    জলঙ্গি মাছ বাজারের পাশেই পদ্মা নদী সেখানেই স্নান করতে আসেন তিন ছেলে একসঙ্গে তখনই জলের স্রোতে ভেসে যায় দুই জন এই খবর পরিবারের গিয়ে জানান সঙ্গের আর এক জন সোহেল নামের ছেলে। তখনই পরিবারের সকলে কান্নায় ভেঙ্গে পড়ে এবং থানায় খবর দিলে পুলিশ ও স্থানীয় ১৪১ বিএসএফ জওয়ান এসেন বিএসএফ জওয়ান দের টোলারের করে অনেক ক্ষন খোজ খুঁজি করে কোনো খোজ মেলে নী।

     

    যদিও স্থানীয় প্রশাসনের তরফে ডুবুরি কে জানানো হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা নদী জুড়ের শোকের ছায়া সাধারণ মানুষের চোখে।