|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি নদীয়া: সৌদি আরবে কাজে গিয়েছিলেন নদিয়ার শান্তিপুরের দুই যুবক ৷ সেখানে উমরা হজ করতে মদিনা থেকে মক্কা যাওয়ার সময় বাস দুর্ঘটনায় মৃত্যু হল। মৃতদের নাম মঙ্গল কারিগর বয়স ২৬ ও হাকিম কারিগর বয়স ২৯ দুজনের বাড়ি শান্তিপুর কারিগর পাড়া দু’বছর আগে সৌদিতে কাজ করতে গিয়েছিল পরিবার সূত্রে জানা গেছে গত 16 অক্টোবর তাদের সঙ্গে শেষ কথা হয় তারা ফোনে জানান ওমরা হজ করতে যাচ্ছে মদিনা থেকে মক্কায় বাসে উঠেছে তারা। তাদের এই মাসে বাড়ি ফেরার কথা ছিলো তাদের আর কোনো খোঁজ খবর না পাওয়াই আরবে তাদের বন্ধুদের কাছে ফোনে খোঁজ করেন পরিবারের লোকজন তক্ষনি জানতে পারে তাদের বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে একটি বেসরকারি বাসে আগুন লেগে যায় সেই আগুনে ভস্মীভূত হয়ে মৃত্যু হয় ওই দুজনের দেহ ফেরানোর জন্য সরকারের কাছে পরিবারের তরফ থেকে আর্জি জানিয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনায় গোটা শান্তিপুর কারিগরপাড়া নেমে এসেছে শোকের ছায়া।