UAPA এর অধীনে থাকা কাশ্মীরি সাংবাদিক মাসরাত জাহরা ২০২০ সালের পিটার ম্যাকলারের পুরস্কার পেলেন

 নতুন গতি ওয়েব ডেস্কঃ: গতবছর ৬ আগস্ট ২০১৯ সালে কাশ্মীরিদের বিশেষ সুবিধা Article ৩৭০ বাতিল করে দেওয়া হয়, যদিও জওহরলাল নেহরু বলে গেছিলেন যে, কাশ্মীর না পাকিস্তানের না ভারতীয়দের, কাশ্মীর শুধু মাত্র কাশ্মীরিদের কিন্তু লোকসভা রাজ্য সভায় বিল পেশ করে বাতিল করে দেওয়া হয় article ৩৭০। সেই ৬ আগষ্ট থেকে অন্ধকার করে রাখা হয় সম্পূর্ণ জম্মু কাশ্মীরকে, বিশাল সেনা বাহিনী প্রেরণ করে প্রতিটা বাড়িকে নিজের কন্ট্রোলে রাখা হয়, দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ করে রাখা হয়, কাশ্মীরিদের উপর যে কিরকম পরিস্থিতি ছিল তা কেউ জানতে পারতো না, মাঝে মাঝে কিছু ফটো বা ভিডিও viral হয়ে গেলে পুরো দেশ কাশ্মীরিদের উপর নির্যাতন দেখে হতবাক হয়ে গেছিল। কোনো রকমের সংবাদ মাধ্যমের প্রবেশের অনুমতি ছিল না, কাশ্মীরের দুই বড়ো নেতা উমর আবদুল্লাহ ও ফারুক আবদুল্লাহ কে গৃহবন্দি করে দেওয়া হয়েছিলো। এমন অবস্থায় কাশ্মীরে আসলে কি ঘটেছিল, কাশ্মীরি মহিলাদের উপর যে কি নির্যাতন চলছিল তা প্রকাশ করে দেন এক কাশ্মীরি মহিলা সাংবাদিক – মাসরাত জাহরা।

    মাসরাত জাহরা কাশ্মীরে প্রকাশ্যে যে নির্যাতন গুলো চলছিল ভারতীয় সেনার দ্বারা, তা ছবি তুলে সম্পূর্ণ বিষয় ব্যখ্যা করে নিজের ফেসবুকে ওয়ালে পোস্ট করে দেন । তিনি সামনা সামনি ভারতীয় সেনার নির্যাতনের ছবি তোলেন প্রকাশ করে দেন। তার জন্য ওনার উপর শুরু হয় নির্যাতন ওনাকে সহ আর একজন সাংবাদিকের উপর UAPA (Unlawful Activities prevention act) লাগিয়ে দেওয়া হয়। গ্রেফতার করে নেওয়া হয় দেশদ্রোহী তকমা লাগিয়ে। ওনার গ্রেফতারের বিরুদ্ধে সারা দেশ জুড়েই প্রতিবাদ হয়েছিল, বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন প্রতিবাদ জানিয়েছিলেন। এবার সেই UAPA এর অধীনে থাকা কাশ্মীরি সাংবাদিক মাসরাত জাহরা ২০২০ সালের পিটার ম্যাকলারের পুরস্কার পেলেন ।

    গ্লোবাল মিডিয়া ফোরাম ট্রেনিং গ্রুপের সভাপতি এবং পিটার ম্যাকলার অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ক্যাথরিন এন্টোইন বলেছেন: “আমার প্রয়াত স্বামী পিটার ম্যাকলারের সাংবাদিকদের নতুন প্রজন্মের যে পথটি তিনি পেরিয়েছিলেন তাতে যে গুণাবলীর পরিচয় দেওয়া হয়েছিল তা মাসরাত জাহরা তুলে ধরেছেন। গল্পটি রিপোর্ট করার বিষয়ে মাসরাতের সম্পূর্ণ উত্সর্গ, ঝুঁকি নির্বিশেষে বিশ্বব্যাপী সাক্ষ্য দেওয়ার জন্য তাঁর কোনও উপায় ব্যবহার করার মানসিক নির্ভীকতা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি আমাদের পছন্দকে সহজ করে তুলেছে।

    অ্যাওয়ার্ডের উদ্ধৃতিতে উল্লেখ করা হয়েছে যে তাঁর কাজকর্মী মিসেস জাহরাকে পুলিশ তলব করেছে এবং ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার এবং রাষ্ট্রের শত্রুদের সমর্থন দেওয়ার অভিযোগ করেছে। এপ্রিল মাসে জাহরা এবং জম্মু ও কাশ্মীরের আরেক সাংবাদিককে অবৈধ কার্যক্রম প্রতিরোধ আইন (UAPA) এর আওতায় উদ্ধৃত করা হয়েছিল। ”

    1. এর আগে এই 26 বছর বয়সী ফটো সাংবাদিক মাসরাত জাহরাকে আন্তর্জাতিক মহিলা মিডিয়া ফাউন্ডেশন কর্তৃক মহিলা ফটো সাংবাদিকদের সাহসী কাজের উদযাপনকারী ফটো জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২০ – আঞ্জা নিদারিংহাউস ক্যারেজ প্রদান করা হয়েছিল। তার কাজটি দ্য ক্যারাভান, দ্য ওয়াশিংটন পোস্ট, টিআরটি ওয়ার্ল্ড, আল জাজিরা, দ্য নিউ হিউম্যানিট্রেটিভ, রিলিজিয়ন আনপ্লাগড এবং আরও বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    জাহরা পিটার ম্যাকলার অ্যাওয়ার্ড নিয়ে শ্রীনগর থেকে একটি সাক্ষাত্কারে বলেছিলেন, সত্য দেখানো আমাদের কাজ,” এবং এটি করতে আপনাকে ঝুঁকি নিতে হবে। জাহরা বলেন, একজন মহিলা সাংবাদিক হিসাবে আমার মনে হয়েছে যে আমি একটি সুযোগ পেয়েছি “যে গল্পগুলি কাশ্মীরি নারীদের বিরোধী অঞ্চলে ধরা পড়েছে তা উপেক্ষা করা হয়েছে। “আপনাকে তাদের পক্ষে কথা বলতে হবে।