উচ্চমাধ্যমিক ছাত্রীর পাশে দাঁড়ালেন প্রধান

নিজস্ব সংবাদদাতা : হুগলির খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলী উদ্যোগে পরীক্ষার 1দিন আগে অ্যাডমিট হাতে পেল উচ্চমাধ্যমিক শিক্ষার্থী । ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠের ছাত্রী সামিনা জাসমিন, উচ্চমাধ্যমিকের ফর্মফিলাপ করতে সমস্যা হয় একদিকে আগামী 2রা এপ্রিল হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এমন অবস্থায় এই ছাত্রীটি চরম হতাশায় পড়ে যায়। বিষয়টি ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হায়দার আলীর নজরে আসা মাত্রই তড়িঘড়ি 30 শে মার্চ নিজে উদ্যোগে ছাত্রীটির ফর্মফিলাপ করিয়ে দেন এবং পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে এডমিট কার্ড পৌঁছে দেন এবং ছাত্রীটিকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেন। ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের এই তৎপরতা এবং অভাবনীয় উদ্যোগে ছাত্রীর পরিবার থেকে এলাকাবাসী সকলেই খুশি এবং প্রধান মহাশয় কে ধন্যবাদ জ্ঞাপন করেন।ছাত্রীর পরিবার বলেন প্রধান অল্প সময়ের মধ্যেই যেভাবে আমার মেয়ের পাশে দাঁড়ালেন তাকে ধন্যবাদ জানাই।