উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার আফরিন মন্ডলকে সংবর্ধনা।

উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে মেমারি ১ ব্লকের শোভনা গ্ৰামের আফরিন মন্ডল। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এর ছাত্রী আফরিন মন্ডলের প্রাপ্ত নম্বর ৪৯১ । অতি সাধারণ পরিবারের মেয়ে হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে আফরিন, তার জন্য অভিভূত হয়ে পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী জগবন্ধু রায় তার বাড়িতে গিয়ে আফরিন মন্ডল এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। জানা যায় বিশিষ্ট সমাজ সেবী জগবন্ধু রায় শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনকারীদের বাড়ি গিয়ে সংবর্ধনা প্রদান করেন ও শুভকামনা জানান।

    নূর আহামেদের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি