|
---|
সংনাদদাতা : ১২ ই মার্চ সমগ্র সংরক্ষিত শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল বাবু মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে স্মারকলিপি জমা দেন।উচ্চ প্রাথমিকে গেজেট অনুযায়ী যে সব সিটে পর্যাপ্ত পরিমাণে ট্রেন্ডপ্রার্থী পাওয়া যায়নি সেখানে সুযোগ দিতে হবে ননট্রেন্ডদের। মইদুল বাবুর বক্তব্য মাননীয়া মুখ্যমন্ত্রী শোনার পর OSD ডিপারমেন্ট অনস্পট অফিসার দেবজ্যোতি বাবুকে উচ্চপ্রাথমিক বিষয়টার দায়িত্ব দিলেন।ননট্রেন্ডদের সমস্যা নিয়ে ওনার কাছে যেতে বললেন। মুখ্যমন্ত্রী কতথামতো ১টা৩০ মিনিট নাগাদ দেবাশীষ মুদি ও গার্গী মুদি যোগ্য ননট্রেন্ড পদপ্রার্থী নিজ স্বশরীরে উপস্থিতিতে তাদের বিষয়টি দেবজ্যোতি বাবুকে অবগত করেন এবং স্মারকলিপি জমা দেন।দেবজ্যোতি বাবুকে এই যোগ্য ননট্রেন্ড পদপ্রার্থীরা বলেন ২০১৫ সালের ট্রেন্ড ও ননট্রেন্ড উভয়কেই পরীক্ষা নেওয়া হয়েছিল শিক্ষক পদে নিয়োগের জন্য এবং সেই মতো গ্রেজেট অনুযায়ী আগে ট্রেন্ডপ্রার্থী অগ্রাধিকার পাবে এবং ট্রেন্ডদের অগ্রাধিকার দেওয়ার পর সাবজেক্ট ও ক্যাটাগরিতে ট্রন্ডপ্রার্থী যদি না পাওয়া যায় তখন ননট্রেন্ডদের সুযোগ দিতে হবে। এমতাবস্থায় এসএসসি ওয়েবসাইটে মেরিট লিস্ট ও ভ্যেকেন্সি লিস্ট প্রকাশিত হয় সেখানে দেখতে পাওয়া যায় অনেক সাবজেক্টে ও ক্যেটাগরিতে পর্যাপ্ত পরিমাণে ট্রেন্ডপ্রার্থী পাওয়া যায়নি ।তাহলে গ্রেজেট অনুসারে ওই সাবজেক্ট ও ক্যেটাগরিতে যোগ্য ননট্রেন্ডদের সুযোগ দেওয়ার কথা ছিল কিন্তু এই যোগ্য ননট্রেন্ডদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলেও ইন্টারভিউ থেকে বঞ্চিত থাকে এবং দেবজ্যোতি বাবু বিষয়টি সবকিছু শুনলেন এবং তিনি আশ্বস্থ করলেন এই বিষয় বা স্মারক লিপিটি স্কুল শিক্ষা দপ্তরের বিষয় তাই উনি স্কুল শিক্ষা দপ্তরকে এই স্মারক লিপিটি করে ফরয়ার্ড করে দেবেন শিক্ষা দপ্তরে। এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর যা ব্যবস্থা গ্রহণ করবেন ওখান থেকে করা হবে বলেন।