উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে দ্বাদশ স্থানে মামূন ন্যাশনাল স্কুল

নিজস্ব সংবাদদাতা : মামূন ন্যাশনাল স্কুল এবারও অনবাদ্য। জনাব গোলাম আহমাদ মোর্তজা সাহেব প্রতিষ্ঠিত এই স্কুলের ছাত্র এবং ছাত্রীদের আর্থিক সহায়তা দান করেন জনাব মোস্তাক হোসেন সাহেব। উচ্চমাধ্যমিকে এই স্কুলের এবার সর্বোচ্চ নাম্বার ৪৮৮ চেয়ে সেখ ইমানুল হক রাজ্যের দ্বাদশ স্থানে অধিকার করেছে। ৪৮৮ অর্থাৎ ৯৭.৬০% নাম্বার পেয়েছে পূর্ব বর্ধমানে মঙ্গকোটের সাকোনা গ্রামের এই ছাত্রটি। বালিকাদের মধ্যে সর্বোচ্চ ৪৭৪ (৯৪.৮০%) পেয়েছে যুগ্মভাবে। সার্বিক ফলাফল খুবই ভালো হয়েছে। একবছরে মোট পরীক্ষাথী ছিল ১৩০জন। তার ৯০% এবং তার বেশি পেয়েছে৪৫জন, ৮০% এর বেশি পেয়েছে ১১২জন এবং স্টার মার্কস পেয়েছে ১৩০জনের মধ্যে ১২৪জন। ১৩০জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। জনাব মোস্তাক হোসেন সাহেব সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।