|
---|
সেখ সামসুদ্দিন, ১৪ মার্চঃ আজ শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মেমারি ১ ব্লকের ছয়টি সেন্টারে বাংলা বিষয়ের পরীক্ষা চলছে। ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার আগে মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে দেবীপুর আরএস উচ্চ বিদ্যালয় ও দেবীপুর গার্লস স্কুলে আগত পরীক্ষার্থীদের পেন ও ক্যাডবেরি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস মাধ্যমিক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।