উচ্চমাধ্যমিকেও সাফল্য ধরে রাখল মামূন ন্যাশনাল স্কুল

নিজস্ব সংবাদদাতা : প্রখ্যাত বাগ্মী ও ইতিহাসবিদ গোলাম আহমদ মোর্তজা সাহেব প্রতিষ্ঠিত মামূন ন্যাশনাল স্কুলের অগ্রগতি হয়েছে খুব অল্প সময়ে। বালক এবং বালিকাদের জন্য শাখাগুলির পরিবেশ অত্যন্ত ভালো। বিখ্যাত দানবীর আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেবের অর্থসাহায্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়নও লক্ষ্য করার মতো। মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়েছে এই বিদ্যালয়ের। এবার উচ্চমাধ্যমিকেও সেই সাফল্য ধরে রাখল বাংলার অতি পরিচিত এই স্কুল। বিজ্ঞান ও কলা বিভাগে মোট পরীক্ষার্থী ছিল 253 জন। বালক 136 বালিকা 117 জন। শাখাগুলির মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে সিমরান খাতুন। তার প্রাপ্ত নাম্বার 472। সিমরানের বাড়ি পূর্ব বর্ধমান খণ্ডঘোষের কেশবপুরে। বালকদের মধ্যে সর্বোচ্চ পেয়েছে খুশিবুল সেখ। তার প্রাপ্ত নাম্বার 465। বীরভূমের মল্লারপুরে তার বাড়ি। অন্যদিকে বালিকাদের মধ্যে নৌরিন ইসলাম 468 ও হাদিয়া খাতুন 467 পেয়ে বালিকাদের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। নৌরিনের বাড়ি বীরভুম জেলার ইলামবাজারে আর হাদিয়ার বাড়ি হুগলির চন্ডীতলায়। বালকদের মধ্যে 457 ও 458 পেয়েছে একই নামে দু’জন শোয়েব আক্তার। দুজনেরই বাড়ি মালদহ জেলায়। উচ্চমাধ্যমিকে মোট 253 জনের মধ্যে 90 % বা তার বেশি নম্বর পেয়েছে 50 জন। 80 % বা তার বেশি নম্বর পেয়েছে 207 জন। স্টার মার্কস পেয়েছে 253 জনের মধ্যে 237 জন। এই সাফল্যে বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের হার্দিক অভিনন্দন জানিয়েছেন সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসীন। ছাত্র-ছাত্রীদের আশীর্বাদ স্নেহাশিস ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন বোর্ড অব ট্রাস্টীজের চেয়ারম্যান মাননীয় মোস্তাক হোসেন সাহেব। তিনি এবং সম্পাদক দুজনেই সকল সম্মানিত শিক্ষকদের জ্ঞাপন করেছেন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।