|
---|
নিজস্ব প্রতিবেদক:- অভিষেক ব্যানার্জির থেকে বেশি দাপট দেখালো উদয়ন গুহ তৃণমূল সুপ্রিমোকে বলবো উনার ভাববার সময় এসেছে অভিষেককে সরিয়ে উদয়ন গুহকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে দিক। আলিপুরদুয়ারে এসে এই ভাবে তৃণমূলকে বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।
শুক্রবার আলিপুরদুয়ার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দলীয় প্রচারের অফিস উদ্বোধন করার পর ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে প্রচার সারলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। এদিন সুজন চক্রবর্তী বলেন,পশ্চিমবঙ্গে একাধিন পুরসভা মেয়াদ উত্তীর্ন হওয়ার পরও গায়ের জোরে ক্ষমতা দখল করে রেখেছে তৃণমূল শিবির। সব পুরসভা নির্বাচনে জিতবে একমাত্র তৃণমূল এটাই ওদের চাওয়া। মাত্র ৩ টিতে জিতেছে। এবার মানুষের ভোটে ওদের পরাজয় ঘটবে।
একমাস পুলিশ না থাকলে ওরা বাড়ি ছেড়ে পালাবে। পশ্চিমবঙ্গে এখন কম্পিটিশন হচ্ছে। কে কত মারমুখী হবে। দাপট দেখানোর লড়াই চলছে। কে নবান্নর কত কাছে যাবে। অভিষেক সম্পর্কে বলেন,এখন ভাবার সময় এসেছে। উদয়ন গুহ যে দাপট দেখাচ্ছে।তাকেই সর্বভারতীয় সম্পাদক করে দেওয়া হোক। এবার পুরভোটে বিজেপি কোন সুযোগ পাবেনা। বামপন্থীর বিকল্প নেই।এখন মানুষ নিজেরা বুঝতে পেরে গেছে যে তৃণমূল এবং বিজেপী মানুষের জন্য কাজ করে না,একমাত্র বামফ্রন্ট সবার জন্য কাজ করছে তাদের ক্ষমতা চলে যাবার পরও।তাই এবারে বামফ্রন্টকেই আনতে হবে মানুষকেঅভিষেক ব্যানার্জির থেকে বেশি দাপট দেখালো উদয়ন গুহ তৃণমূল সুপ্রিমোকে বলবো উনার ভাববার সময় এসেছে অভিষেককে সরিয়ে উদয়ন গুহকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে দিক। আলিপুরদুয়ারে এসে এই ভাবে তৃণমূলকে বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।
শুক্রবার আলিপুরদুয়ার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দলীয় প্রচারের অফিস উদ্বোধন করার পর ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে প্রচার সারলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। এদিন সুজন চক্রবর্তী বলেন,পশ্চিমবঙ্গে একাধিন পুরসভা মেয়াদ উত্তীর্ন হওয়ার পরও গায়ের জোরে ক্ষমতা দখল করে রেখেছে তৃণমূল শিবির। সব পুরসভা নির্বাচনে জিতবে একমাত্র তৃণমূল এটাই ওদের চাওয়া। মাত্র ৩ টিতে জিতেছে। এবার মানুষের ভোটে ওদের পরাজয় ঘটবে।
একমাস পুলিশ না থাকলে ওরা বাড়ি ছেড়ে পালাবে। পশ্চিমবঙ্গে এখন কম্পিটিশন হচ্ছে। কে কত মারমুখী হবে। দাপট দেখানোর লড়াই চলছে। কে নবান্নর কত কাছে যাবে। অভিষেক সম্পর্কে বলেন,এখন ভাবার সময় এসেছে। উদয়ন গুহ যে দাপট দেখাচ্ছে।তাকেই সর্বভারতীয় সম্পাদক করে দেওয়া হোক। এবার পুরভোটে বিজেপি কোন সুযোগ পাবেনা। বামপন্থীর বিকল্প নেই।এখন মানুষ নিজেরা বুঝতে পেরে গেছে যে তৃণমূল এবং বিজেপী মানুষের জন্য কাজ করে না,একমাত্র বামফ্রন্ট সবার জন্য কাজ করছে তাদের ক্ষমতা চলে যাবার পরও।তাই এবারে বামফ্রন্টকেই আনতে হবে মানুষকে