|
---|
মথুরাপুর : নুরউদ্দিন : রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে গড়ে তোলা হচ্ছে একটি করে মহিলা পরিচালিত সমবায় সমিতি। কৃষ্ণচন্দ্রপুর সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড তার বাইরেও নয়। বুধবার দিন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে উদ্বোধন হলো মহিলা পরিচালিত সমবায় সমিতি। কুড়ি লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে তৈরি হলো সমবায় সমিতি।
স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেবে তারাই। প্রাথমিক মূলধন হিসাবে প্রতিটি স্বনির্ভরগোষ্ঠীকে কয়েক লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রাথমিক সমবায় সমিতি গঠনের সদস্য সংখ্যা হল নূন্যতম ১০ জন, দশ জন সদস্য মিলে গড়ে তুলতে পারেন স্বনির্ভর গোষ্ঠী। সাথে সাথে মহিলাদের জন্য থাকছে বহু রকমের সুবিধা। বহু রকমের সুবিধা পেতে গেলে হতে হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। এদিন কৃষ্ণচন্দ্রপুরে সংঘ প্রাথমিক বহুমুখী সমিতি লিমিটেডের উদ্বোধন করে জেলা সভাধীপতি নীলিমা মিস্ত্রি বিশাল, তিনি বলেন এই সেন্টারটি চালু হওয়ায় এলাকার বহু মহিলারা বিভিন্ন রকমের পরিষেবা পাবে। কৃষ্ণচন্দ্রপুর সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, ডাক্তার অলক জলদাতা সহ বিশিষ্ট ব্যক্তিরা।