উদীয়মান সঙ্গীত শিল্পী সৌরিমা বসু রায়

শেখ সিরাজ : হুগলী জেলার ধনিয়াখালী ব্লকের বেলমুড়ি গ্রামের উদীয়মান সঙ্গীত শিল্পী সৌরিমা বসু রায় এলাকায় জনপ্রিয়তার শিখরে। বেশ মিষ্টি মেয়ে।বয়স ২০ ছুঁই ছুঁই।এবছরেই ধনিয়াখালী শরৎ সেন্টানারী কলেজ থেকে সংস্কৃত অনার্সে টপার হয়েছে। এক সাংস্কৃতিক পরিবারে জন্ম। বাবা চঞ্চল কুমার বসু রায় একজন শিক্ষক এবং তবলাও বাজাতে পারেন। মা পম্পা বসু রায়ের কাছে ওর প্রথম সঙ্গীতে হাতেখড়ি। দাদু সূর্য কান্ত বসু রায় কলকাতার উদিচি থেকে তখনকার দিনে গিটার শিক্ষা নিয়েছিলেন। এহেন পরিবারে প্রথম থেকেই সৌরিমার ধ্যান জ্ঞান ছিল সঙ্গীত। মায়ের কাছে প্রাথমিকভাবে সঙ্গীত শিক্ষার পর সঙ্গীতে নাড়া বাঁধেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদেষ্ণা গাঙ্গুলির কাছে। ৮ বছর পর উচ্চাঙ্গসংগীতে বিশেষ তালিম নিতে শুরু করে শ্রীরামপুরে গুরুজী মানস মুখোপাধ্যায়ের কাছে। বর্তমানে এখনও তালিম নিয়ে চলেছে। আর তবলায় তালিম দিয়ে চলেছেন বিখ্যাত তবলিয়া পার্থ মল্লিক। বিভিন্ন প্রতিযোগিতায় সৌরিমা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে চলেছে। যুব উৎসবে জেলা ছাড়িয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। এছাড়াও ভারতীয় সংস্কৃতি উৎসবে নজরুল গীতি, উচ্চাঙ্গসংগীত এবং ঠুমরী তে সারা ভারতে প্রথম স্থান অর্জন করে। সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র আয়োজিত নজরুল গীতি টালেন্ট সার্চ প্রতিযোগিতায় হুগলী জেলায় প্রথম স্থান অধিকার করে। বিনি সুতার মতো স্টুডিও থেকে গান রেকর্ডিং ও করেছে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছে।