|
---|
রোদ্দুর ইসলাম: মেমারি : ১৮ ফেব্রুয়ারি : পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার উখরিদে সাজিবাবার আশ্রমে সম্পদ পত্রিকার দশম বর্ষপূর্তির সাহিত্য সভা অনুষ্ঠিত হল। সারাদিন ব্যাপী এই সাহিত্য সভায় শতাধিক কবি -সাহিত্যিক- সংস্কৃতিমনস্ক ব্যক্তি উপস্থিত ছিলেন। বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরীর উপস্থিতিতে সেখ জাহাঙ্গীর, সায়ন্তি হাজরার সঞ্চালনায় সমাজসেবী শ্যামসুন্দর সেন, সামসুদ্দিন সাহেব, তাজউদ্দিন সাহেব পত্রিকা সম্পাদক সেখ মালেক জান, কাজী জুলফিকার আলি, সেখ আজিমুল হক শৈল নন্দী, স্বপন কুমার মন্ডল প্রমুখের উপস্থিতিতে তাপস ভূষণ সেনগুপ্ত,নারয়ণ চন্দ্র পাল, সাদরে আলম,মোমিনুল ইসলাম,সেখ নাসিবুল আলি, বজলুর রহমান মন্ডল,ডাঃ সাবের আলি, মঞ্জরী খাতুন, পার্বতী মিত্র, মিনতি গোস্বামী, সবিতা গোস্বামী, সবিতা চ্যাটার্জি,কমলেন্দু পাল, অশোক বর্মন, চিরঞ্জীব ঘোষ,এহসান সনম, হাফিজুল ইসলাম, হাফিজুর রহমান, সুফি রফিক উল ইসলাম,ভাস্কর দাস, বিকাশ যশ, দুর্গাপদ রায়, করবী রায়, উত্তম কর্মকার, দীপঙ্কর বিশ্বাস,বনবিহারী সামন্ত প্রমুখ সহ আরো অনেকে কবিতা পাঠ, সংগীত, আবৃত্তি, আলোচনা এবং বক্তব্য উপস্থাপনা করেন।