এন আর সি ও এন পি আর সম্পর্কে সচেতনতা গড়বে পশ্চিমবঙ্গ রাজ‍্য জমিয়তে উলামায়ে হিন্দ

নিজস্ব প্রতিনিধি : এন আর সি ও জনগণনার বিষয়ে ভবিষ্যতের জন্য রোড ম‍্যাপ তৈরি করছে পশ্চিমবঙ্গ রাজ‍্য জমিয়তে উলামায়ে হিন্দ। আর এই বিষয়ে রাজ‍্যের বর্ষীয়ান আইনজীবীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ‍্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। সম্প্রতি রাজভবনে তাঁর আবাসনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত, এন আর সি এবং এন পি আর-এর বিষয়ে সচেতনতা গড়তে গোটা রাজ‍্য জুড়ে কাজ করবে তাঁদের গঠিত এই টিম। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এন আর সি ও এন পি আর এই দু’টি বিষয় মানুষের মধ্যে এখনও অজানা। অনেকেই এন আর সি বিষয়ে জানলেও এন পি আর সম্পর্কে অবগত নন। তাই রাজ‍্যের বিশিষ্ট আইনজীবী দের নিয়ে এক কমিটি গড়ে সংখ্যালঘু অধ‍্যুষিত জেলা এবং তার বাহিরেও কাজ করবে।বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান আনসার আলী মন্ডল, সামসুল আরেফিন, সৌগত মিত্র,আব্দুস সামাদ সহ আরও কুড়ি জন আইনজীবী। ওই বৈঠকে আলোচনায় উঠে আসে স‍্যোশাল মিডিয়ায় এন পি আর-এর গুলিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই সমস্যা থেকে মানুষ কে অব‍্যাহিত দিতে গোটা রাজ‍্য জুড়ে প্রচার চালাবে এই সংগঠন। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আরও বলেন, এন আর সি এবং এন পি আর এক নয়। অথচ এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে।প্রতি ১০ বছর অন্তর জনগণনা হয়। আর এন পি আর তারই অঙ্গ। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সব আইনজীবী সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে তাঁরা , বিভিন্ন এলাকায় প্রভাবশালী ব্যক্তি দের নিয়ে ওয়ার্কশপ-এর আয়োজন করা হবে।জেলা,ব্লক, মহাকুমা স্তরেও ওয়র্কশপের আয়োজন করা হবে।এর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা,শিক্ষক, অধ্যাপক এবং সমাজের অন‍্যান‍্যদেরও বৃদ্ধিতে ওয়ার্কশপের পাশাপাশি বাংলা,ইংরাজি, হিন্দি এবং উর্দুতেও লিফলেট তৈরি করা হবে। খুব শ্রীঘ্রই এই নিয়ে আইনজীবী ও বিশিষ্টজনদের নিয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।