উলুবেড়িয়া ৫ নং ওয়াডে'র ভাষাপাড়ায় সেবাদলের পরিচালনায় আজ রক্তদান শিবির হয়।

সংবাদদাতা : আজ হাওড়া জেলার উলুবেড়িয়া পৌরসভার ৫ নং ওয়াডে’র ভাষাপাড়ায় সেবাদলের পরিচালনায় আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়, তাছাড়াও গরীবদের মধ্যে খাদ্য বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্টানে উপস্থিত থাকেন এবং জাতীয় সংহতির উপর বক্তব্য রাখেন হাওড়া গ্রামীন জেলার সভাপতি বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তথা স্থানীয় বিধায়ক ইদ্রিশ আলি, কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন, আয়োজক সংগঠনের কন’ধর অরুপ চক্রবর্তী, তূনমুল কংগ্রেস নেতা আতিবর রহমান, দীপক গাঙ্গুলী, কাউন্সিলার স্বপ্না সেন, কাউন্সিলার আশা চৌধুরী, কাউন্সিলর রঞ্জন ঘোষ প্রমুখ। বিধায়ক পুলক রায় তার ভাষণে রক্ত দেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।বিধায়ক ইদ্রিশ আলি বলেন, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করে চলেছেন এবং সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে চলেছেন, তাকে ভারতবর্ষের মানুষ চিরকাল মনে রাখবে ।