|
---|
নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় আজ উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বাউরিয়া থানার ফোড’ গ্লোষ্টারে মাস্ক বিতরণের অনুষ্টান হয়।প্রতেক কে আগে সানি টাইজারস করে হাত পরিস্কার করার ব্যবস্থা করা হয়।কয়েক হাজার মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।অনুষ্টানের সূচনা করেন উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রীর সভাপতি শ্রী তমাল ঘোষাল ।প্রধান অতিথি ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। সভাপতিত্ব করেন সমাজসেবী বেনুকুমার সেন।সন্চলনা করেন দীপক গাঙ্গুলী ।বিধায়ক ইদ্রিশ আলি তাঁর ভাষণে সকলকে মাস্ক এবং সানি টাইজারস ব্যবহারকরার আবেদন জানান ।করোনায় আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেন, বিধায়ক ইদ্রিশ আলি। শ্রী তমাল ঘোষাল করোনার সচেতনতা সম্পর্কে সকলকে অবহিত করেন ।বেনুকুমার সেন সকলকে ধন্যবাদ জানান ।তিনি বলেন আগামী ১৬ই আগষ্ট খলিসানী কালীতলাতে বিকাল ৪টার সময় এক প্রতিবাদ সভা হবে ।সকলকে তিনি এই সভায় অংশ নিতে আহ্বান জানান । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রীর সাধারণ সম্পাদক প্রবীর রায়, প্রাক্তন কাউন্সিলর ইনামুর রহমান, বাদশা মিদ্দে, আতিবর রহমান, রঞ্জন ঘোষ, সুরজিত দাস, মেহেদী হাসান ওরফে লাল প্রমুখ ।