উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক কমী’ সম্মেলন রবীন্দ্রভবনে

নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক কমী’ সম্মেলন, উলুবেড়িয়া রবীন্দ্রভবনে আজ ১০ই অক্টোবর , শনিবার অনুষ্টিত হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় গত ২রা অক্টোবর অল ইন্ডিয়া তূনমুল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জি বিধায়কদের সঙ্গে ভাচু’য়াল কনফারেন্স করে সকল বিধায়কদের অনেকগুলি নিদে’শ দেন ।তার মধ্যে প্রত্যেক বিধানসভাতে রাজনৈতিক কর্মী সম্মেলন করার নির্দেশ ছিল। সেই নির্দেশ অনুযায়ী আজ ১০ই অক্টোবর , শনিবার, রবীন্দ্রভবনে, রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্টিত হয়।উদ্বোধক ছিলেন হাওড়া গ্রামীন জেলার সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়।প্রধান অতিথি ছিলেন লোকসভা কেন্দ্রের সাংসদ সাজদা আহমেদ ।বিশেষ অতিথি ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। উদ্বোধনী ভাষণে বিধায়ক পুলক রায় সকল কমী’দের উদ্দেশ্যে বলেন, সামনে বিধানসভার নিবাচন, তাই আপনাদের, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিদে’শ এবং আদ’শকে সামনে রেখে সততার সাথে কাজ করতে হবে ।তিনি বলেন, ভোটার লিস্টে সংশোধনী কাজ খুব মনযোগ সহকারে করতে হবে। বিধায়ক পুলক রায় আরও বলেন, মুখমন্ত্রী মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, বিধানসভাতে তূনমুল কংগ্রেসকে রেকর্ড সংখ্যায় জিতাতে ।তিনি বলেন, বিজেপি এবং বিরোধীরা কিছুই করতে পারবে না ।মমতা ব্যানার্জি তৃতীয় বারের জন্য বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হবেন, বিরোধীদের মুখ কালী হয়ে যাবে , আমরা সবাই ঐক্যবদ্ধ।  প্রধান অতিথির ভাষণে সাংসদ সাজদা আহমেদ, তূনমুল কংগ্রেস কমী’দের সমস্ত বিভেদ ভুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির ভাষণে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি বলেন, তূনমুল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জিই শেষ কথা বলেন।তাঁর নিদে’শ আমাদের সকলকে মাথা পেতে নিতে হবে ।ভারতবর্ষের জনপ্রিয় নেত্রী মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন নিবাচনী প্রচারে বের হবেন, তখন তূনমুল কংগ্রেস কমী’রা প্রচন্ড উৎসাহিত হবেন।মমতা ঝড়ে বিরোধীরা উড়ে যাবেন, তাদের আর খুঁজে পাওয়া যাবে না। বিধায়ক ইদ্রিশ আলি আসন্ন শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় দূগাপুজা হবে। কারন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, যাকে ধম’ নিরপেক্ষ মানুষরা দ্বিতীয় মাদার টেরিজা বলে মানেন, তিনি শান্তির প্রতীক।তিনি আগামী সোমবার চক্ষুদান করে দূগাপুজার উদ্বোধন করবেন, তাই তাঁকে স্যালুট জানাই।আমাদের দলের সাংসদ অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সী শিক্ষামন্ত্রী এবং দলের মহাসচিব পাথ’ চ্যাটার্জি, দলের সাধারণ সম্পাদক তথা পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ সকলেই অক্লান্ত পরিশ্রম করছেন। বিধানসভা নির্বাচনে আমরা অবশ্যই জয়ী হবো। তিনি বুথ স্তরের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারই দলের সম্পদ, সকলকে নিয়ে কাজে নেমে যান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি বেনুকুমার সেন এই সভাটিকে সাফল্য করতে প্রচুর পরিশ্রম করেন। বক্তব্য রাখেন উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক শ্রী অভয় কুমার দাস, অন্যতম প্রশাসক আব্বাসউদ্দীন খাঁন, অন্যতম প্রশাসক আকবর শেখ, কো-অডি’নেটর ইনামুর রহমান প্রমুখ। অরিন্দম রায় আপ্তসহায়ক।