চার শতাধিক পরিবারের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিলেন উম্মা ওয়েলফেয়ার ট্রাস্ট কুলতলীতে

বাবলু হাসান লস্কর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা :রমজান মাসের শেষ দিন একুশে এপ্রিল শুক্রবার-আর শনিবার সারা দেশে পালিত হবে ঈদুল ফিতর। ইসলাম ধর্মাবলিরা এই অপেক্ষায় প্রহর গুনছে ঈদুল ফিতরের অপেক্ষায়।

    একমাস রোজা রাখার পর ঈদ উৎসবে মেতে উঠবে গোটা দেশ তারই পতিক্ষায়। ধর্ম তোমার,ধর্ম আমার উৎসব সবার জন্য ।

    তাই ঈদ উৎসবের আনন্দ কে সাফল্যমন্ডিত করতে উম্মা ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনায় কুলতলী ব্লকের জামতলা বাজারে চার শতাধিক অসহায় মানুষদের হাতে ঈদের সামগ্রী তুলে দিলেন মাওলানা অজেদ আলী সাহেব পাঠানখালী মাদ্রাসা ও কুলতলীর পালের চক মাদ্রাসার তথা কুলতলী ব্লক জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন সেখ সাহেব এর সহযোগিতায় এমনই কর্মযজ্ঞে শামিল হয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

    কুলতলির জামতলায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশেষ বার্তাপ্রদান,শান্তিতে ঈদ পালন ও সয়ায়তা প্রদান অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মাওলানা অজেদ আলী সাহেব পাঠানখালী মাদ্রাসা ও কুলতলী ব্লকের জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পালের চক মাদ্রাসার সেক্রেটারি ও কুলতলী ব্লক জমিয়েত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন শেখ কুলতলী। কথায় আমরা সারা বছর ধরে এমনই কর্মযজ্ঞ সাথে যুক্ত থাকি এলাকার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সমস্যা নিরসনে এবং পিছিয়ে পড়া পরিবারের আর্থসামাজিক উন্নতি সাধনে এমনই ভাবে কাজ করছে। আগামী দিনে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমরা আরো কাজ করার অঙ্গীকারবদ্ধ।