|
---|
নবাব মল্লিক, মথুরাপুর: বুধবার আম্ফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মথুরাপুরের বাপুলীবাজারে মথুরাপুর ১ নং বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসল সিপিআইএম কর্মীরা। শতাধিক সিপিআইএম কর্মী সকাল ৮ থেকে চলা ১২ ঘন্টার এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছে বলে খবর। সিপিআইএম এরিয়া কমিটির সদস্য নিমাই কুমার কয়াল এর নেতৃত্বে এই বিক্ষোভ চলছে বলে জানা যাচ্ছে। অবস্থান বিক্ষোভ চলাকালীন মথুরাপুর ১ নং বিডিও অফিসে তারা ডেপুটেশান ও জমা দিয়েছে বলে খবর। এদিন অবস্থান বিক্ষোভ চলাকালীন সন্ধা ৬ টা নাগাদ এই অবস্থান বিক্ষোভে অংশ নেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে বিক্ষোভকারী সিপিআইএম কর্মীদের দাবিকে নৈতিক সমর্থন জানিয়ে আম্ফানে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণের দাবি জানান তিনি।