|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: টি নটরাজন করোনা আক্রান্ত হওয়ায় তাঁর সাময়িক পরিবর্ত হিসেবে সানরাইজার্স হায়দরাবাদ দলে নিয়েছিল উমরান মালিককে। জম্মু-কাশ্মীরের তরুণ পেসার প্রথম সুযোগেই আইপিএলে নজর কাড়েন। উমরানের আগুনে গতিতে আপ্লুত দেখায় বিশেষজ্ঞদের। বিরাট কোহলিকেও প্রশংসা করতে শোনা যায় উমরানের।
আইপিএলের পর এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আগুনে বোলিং করলেন উমরান। মূলত উমরানের পারফর্ম্যান্সে ভর করেই জম্মু-কাশ্মীর হারিয়ে দেয় তারকাখচিত হরিয়ানাকে।
ভদোদরায় প্রথমে ব্যাট করে হরিয়ানা ১৯ ওভারে ১০৮ রানে অল-আউট হয়ে যায়। উইকেটকিপার রোহিত শর্মা দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন। ২৮ রান করেন হিমাংশু রানা। ওপেন করতে নেমে ২০ রানের যোগদান রাখেন হার্ষাল প্যাটেল। উমরান মালিক ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। তিনি ফিরিয়ে দেন হিমাংশু, রাহুল তেওয়াটিয়া (০), মোহিত শর্মা (৪) ও যুজবেন্দ্র চাহালকে (২)। এছাড়া পারভেজ রসুল নেন ১৮ রানে ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর ১৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। রসুল ৩৪ রান করে অপরাজিত থাকেন। ২টি উইকেট নেন জয়ন্ত যাদব। ১টি উইকেট তেওয়াটিয়ার। হার্ষাল, মোহিত ও চাহাল, তিন তারকার কেউই কোনও উইকেট পাননি। মুস্তাক আলির তিন ম্যাচেই উইকেটের মুখ দেখলেন না চাহাল।