ইংল্যান্ডের কাছে ভারতের পরাজয়ের দিন অপরাজিত রিচা

নিজস্ব সংবাদদাতা :প্রথমে পাকিস্তান পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। পরপর দুটি ম্যাচ জিতে রীতিমত আত্মবিশ্বাসী ছিল ভারতীয় মেয়েরা। তবে শনিবারে ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরেছে ভারত। প্রথম দুটি ম্যাচে জয়ের ক্ষেত্রে রিচা ঘোষের অবদান রয়েছে। ভারতের নির্ভরযোগ্য উইকেট রক্ষক ব্যাটসম্যানের চওড়া ব্যাটে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নাজেহাল করে ছেড়েছিল। পাকিস্তান ম্যাচে শেষ 6 ওভারে দরকার ছিল 55 রান , এক্ষেত্রে রিচা ঘোষের বিধ্বংসী ব্যাটিং কঠিন জয়কে সহজে পরিণত করে। এরপর ওয়েস্টইন্ডিজ ম্যাচে 43 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল ভারতের আবারও বৈতরণী পার করে দেয় রিচা। তবে ইংল্যান্ড ম্যাচ অন্য দুটি ম্যাচের তুলনায় যথেষ্ট কঠিন, প্রতিপক্ষ হিসাবে যথেষ্ট শক্তিশালী দল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে 151 রান তোলে ইংল্যান্ড। একটি অসাধারণ ক্যাচ নেন উইকেট রক্ষক রিচা ঘোষ, তার দৃষ্টিনন্দন ক্যাচ নেওয়ার ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ব্যাট হাতেও সাবলীল ছিলেন , ইংলিশ বলাটা যখন ভারতীয় ব্যাটসম্যানদের স্নায়ুর চাপ বাড়িয়ে দিচ্ছিলেন। রিচা কিন্তু ছিলেন সাবলীল, তিনি ইংল্যান্ডের বোলারদের পালটা কাউন্টার অ্যাটাক করা শুরু করেন। কিছুতেই রিচাকে আটকাতে পারছিলেন না তারা। তার ব্যাট থেকে বেশ কিছু অসাধারণ শট আসে। কঠিন পরিস্থিতির মধ্য থেকেও কিভাবে স্নায়ু চাপ কন্ট্রোলে রাখতে হয় দেখিয়ে দিলেন । শেষ পর্যন্ত 34 বলে 47 রান করে অপরাজিত থাকেন রিচা।