|
---|
বিশ্বদীপ,দক্ষিণ দিনাজপুর –
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের মেয়েদের কম বয়সে বিয়ে রুখতে শুরু করেছেন কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের সুফল দেখতে পাওয়া গেল দক্ষিণ দিনাজপুরে।দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের এলেন্দরি হাই স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী সুমনা পারভীন। দুঃস্থ পরিবারের পেশায় শ্রমিক মেয়েটির বাবা-মা মেয়েটিকে আঠারো বছরের আগেই তার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেই মত তারা সুমনার বিয়েও ঠিক করে ফেলে। কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কন্যাশ্রী প্রকল্পটি উদ্বুদ্ধ হয়ে সুমনা উচ্চ শিক্ষিত হতে চায়। তাই সে তার গায়ে হলুদের দিন নিজেই তার বিয়ে বন্ধ করার উদ্দেশ্য কুমারগঞ্জ ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করে। খবর পেয়ে কুমারগঞ্জ ব্লক প্রশাসন মধ্য রামকৃষ্ণপুর জন কল্যান সমিতির সহযোগিতায় মেয়েটির বাবা মাকে বুঝিয়ে মেয়েটির বিয়ে রোধ করতে সমর্থ হন। সুমনার এই প্রয়াসে খুসি তার বন্ধু থেকে জেলা প্রশাসন সকলেই। এই বিষয়ে সুমনাকে প্রশ্ন করলে সে জানায় সে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পের সুফল পেয়ে উচ্চ শিক্ষিত হতে চায়। সে এই বয়সে বিয়ে করতে চায় না তাই সে ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করে নিজের বিয়ে বন্ধ করেছে। মধ্য রামকৃষ্ণপুর জন কল্যান সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন সুমনা তার নিজের মত বিয়ে রুখতে প্রথমে ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করে এর পর ব্লক প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা গিয়ে এই হত দরিদ্র পরিবারটিকে বুঝিয়ে মেয়েটির বিয়ে আটকাই। আগামী দিনে সুমনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা আমাদের সাধ্য মত তাকে সাহায্য করব। মুখ্যমন্ত্রী এই কন্যাশ্রী প্রকল্প সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে এটা তার একটা প্রকৃষ্ঠ উদাহরণ।