বড়োদের পাশাপাশি ছোটরাও এশিয়া কাপ লাভ করলো।

নতুন গতি, ডেস্ক, মীরপুর: বড়োদের পর এবার ভারতের অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৪ রানে গুঁড়িয়ে দিল ভারতীয় দল। ভারতের ৬ উইকেটে ৩০৩ রানে জবাবে ৩৮.৪ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা।

    ভারতের ইনিংসের সূচনাটা দুর্দান্ত করেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (৮৫) ও অনুজ রাওয়াত (৫৭)। তাঁদের জুটিতে যোগ হয় ১২১ রান। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন আয়ুশ বাদোনি (২৮ বলে ৫২) ও এই ম্যাচে ভারতের অধিনায়ক প্রভ সিমরন (৩৭ বলে ৬৫)। তাঁরা মাত্র ৯.১ ওভারে ১১০ রান যোগ করেন।

    বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। নিশান মধুষ্কা (৪৯), নভোদ পরানাভিথানা (৪৮) ও পসিন্দু সূর্যবন্দারা (৩১) ছাড়া আর কোনও ব্যাটসম্যান ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন বাঁ হাতি স্পিনার হর্ষ ত্যাগী। তিনি ৩৮ রান দিয়ে ৬ উইকেট নেন।