শালবনীতে ২১ দিনের অনুর্ধ্ব ১৪ আবাসিক ফুটবল প্রশিক্ষন শিবির

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: এমপ্লয়িজ স্পোর্টস ক্লাব অফ বেঙ্গল (ESCB) ও শালবনি ব্লক স্পোর্টস এসোসিয়েশন( SBSA) এর
যৌথ উদ্যোগে শালবনীর কইমা স্টেডিয়ামে শুরু হলো ২১ দিনের অনুর্ধ্ব ১৪ আবাসিক ফুটবল প্রশিক্ষন শিবির। এই আবাসিক প্রশিক্ষণ শিবিরে শালবনি ও শালবনি সংলগ্ন এলাকার ৭২ জন খুদে প্রতিভাবান ফুটবলার যোগ দিলেও প্রশিক্ষকরা ৩০ জন ফুটবলারকে বেছে নিয়েছেন। রাজ্যের বিশিষ্ট অভিজ্ঞ কোচ দেবরাজ চ্যাটার্জী এবং অমিতাভ দাসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হবে ক্ষুদে ফুটবলারদের।

    এমপ্লয়িজ স্পোর্টস অফ বেঙ্গলের সাধারণ সম্পাদক মানষ রায় বলেন, বাংলার গ্রামাঞ্চলের খুদে প্রতিভাবান ফুটবল খেলোয়াররা যাতে উচ্চমানের ট্রেনিং পায় সেজন্য আমাদের এই প্রচেষ্টা। তিনি বলেন আমরা আশাবাদী এই আবাসিক প্রশিক্ষণ শিবির থেকে উচ্চ মানের খেলোয়াড় তৈরি হবে। এখানে শুধুমাত্র নতুন খেলা শিখানো হবে তাই নয় , যারা আগে ফুটবল খেলেছে তাদেরকেও এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যতম ক্রীড়া সংগঠক তথা শালবনি পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ সন্দ্বীপ সিংহ জানান, গ্রামাঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার জন্যই এই উদ্যোগ।

    এদিনের আবাসিক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন শালবনি ব্লকের বিডিও সঞ্জয় মালাকার, এম্প্লয়িস স্পোর্টস ক্লাব অফ বেঙ্গলের জেনারেল সেক্রেটারি মানস রায়, শালবনি পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ সন্দ্বীপ সিংহ, ও সি এল এর জেনারেল ম্যানেজার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর অধীন শালবনি টাকশালের এজিএম, এ ডি এ অফ শালবনি ব্লক, শালবনি ব্লকের জয়েন্ট বিডিও সহ স্পেশাল রেভিনিউ অফিসার প্রণব মন্ডল, রেভিনিউ অফিসার দীপশঙ্কর দাস ,শুভেন্দু দাস সহ বিশিষ্ট উপস্থিত ছিলেন। এমন অভিনব উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।