|
---|
ইয়াসমিন খাতুনঃ-বন্ধ করা হলো এক নাবালিকা কন্যার বিয়ে। রবিবার বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুর্পণা রায়ের নির্দেশে ও তৎপরতায় নাবালিকা কন্যার বিয়ে বন্ধ করা হলো। ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি সূত্রে জানা গেছে, অথরিটির কাছে গোপণ সূত্রে খবর আসে রামপুরহাটের প্রত্যন্ত গ্রামে এক নাবালিকা কন্যার বিয়ে দেওয়া হচ্ছে।
তারপরই ডিএলএসএ সচিব বিচারক সুর্পণা রায় সেই বেআইনী বিয়ে বন্ধ করার জন্য তৎপর হন। তিনি নির্দেশ দেন রামপুরহাটের পার্শ্ব আইনী সহায়ককে। তিনি গিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে এই নাবালিকা কন্যার বিয়ে বন্ধ করেন। এবং নাবালিকা কন্যার অভিভাবকদের কাছে মুচেলেকা নেওয়া হয় ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের নাবালিকা কন্যার বিয়ে দেবেন না।