|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরের লাউজোড় গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে। ঘটনার জেরে ওই গ্রামেরই দুই ব্যক্তিকে গ্রেফতার করে চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত লাউজোড় গ্রামের এক গৃহবধূকে ওই গ্রামেরই এক ব্যক্তি প্রায়ই উত্ত্যক্ত করত। ওই গৃহবধূ বৃহস্পতিবার সকালে বিষ খায়। এরপর প্রতিবেশীরা প্রথমে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে, এরপর সিউড়ি সুপারস্পেস্যালিটি হাসপাতালে ওই গৃহবধূকে রেফার করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার জেরে চন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। সিউড়িতে ওই গৃহবধূর দেহ ময়নাতদন্তের পর লাউজোড় গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আনা হয়। চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।