ইউনিয়ন হাই মাদ্রাসায় শিক্ষক দিবস পালিত হল

সংবাদদাতা  : কোরআন শরীফ তেলাওয়াত মাধ্যমে ৫ই সেপ্টেম্বর মহান শিক্ষাব্রতী ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিবস, উপলক্ষে শিক্ষক দিবসে চন্ডীতলা ১ নং ব্লকের মাঝেরআট, কুমিরমরার ইউনিয়ান হাই মাদ্রাসায় মহাসমারোহে শিক্ষক দিবস পালিত হল। ছাত্র-ছাত্রীদের শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন মূল্যবোধের তলানি থাকা সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। কবিতা আবৃত্তি বক্তৃতা প্রভৃতি সৃজনমূলক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ।এদিন ছাত্র-ছাত্রীরা শিক্ষকের ভূমিকা পালন করে শিক্ষকদের সম্মান প্রদর্শন করে। বিশেষ শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় । মাদ্রাসার প্রধান- শিক্ষক শেখ মুজিবুর রহমান জমাদার বলেন, “আমরা আমাদের মাদ্রাসায় হিন্দু মুসলমান সংস্কৃতির যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছি তাই আমাদের মাদ্রাসাকে অন্য মাদ্রাসা থেকে এগিয়ে রেখেছে ।” মাদ্রাসা সহ প্রধান শিক্ষক আলহাজ্ব মহ: মোস্তাফিজুল হক বলেন, “আমাদের এখানে অনেক গরিব ঘরের ছেলেরা পরলেও তারা যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে । প্রসঙ্গত বলে রাখা দরকার পরিচালন সমিতির সভাপতি শেখ মইদুল ইসলাম একাদশ দ্বাদশ শ্রেণীর দুস্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক দিয়ে আগ্রহ বাড়িয়েছেন।” মধ্যাহ্নকালীন মিড ডে মিলের বিশেষ আয়োজন-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।