|
---|
‘ভাবিজি পাঁপড়’ খেয়েও রেহাই মিল্লনা করোনা থেকে
নতুন গতি ডিজিটাল ডেস্ক : ‘ভাবিজি পাপড়ের’ টোটকা দেওয়া কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল করোনায় আক্রান্ত। কদিন আগে এক ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা গিয়েছিল, ভাবিজি পাঁপড় নাকি করোনা মোকাবিলা করে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে ব্যাপকভাবে ট্রোলও করেন নেটিজেনরা। তবে শেষ পর্যন্ত তিনি নিজে করোনা আক্রান্ত হয়ে বুঝিয়ে দিলেন, এটি একটি বিজ্ঞাপনী চমক ছাড়া আর কিছুই ছিল না। কদিন আগে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিতে, তিনি পরীক্ষা করান। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।