|
---|
বীরভূম: কিরণাহার স্টেশন পাড়ার রানা তিমনা তাদের ছেলের অন্নপ্রাশনের দিনটা পালন করল অন্যভাবে। আজ ছিল তাদের একমাত্র সন্তান রিয়ানরানার মুখে ভাতের অনুষ্ঠান। কভিদ বিধি মেনে আজ পালন করা হলো তাদের সন্তানের মুখে ভাতের অনুষ্ঠান।
সেই সাথে সাথে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আজ প্রায় কুড়ি জন রক্ত দান করলেন। অনুষ্ঠানে আসা সমস্ত ব্যক্তিদের হাতে গাছের চারা তুলে দিলেন এবং বার্তা দিলেন গাছ লাগানোর। রক্তদান অনুষ্ঠানে ছেলের অন্নপ্রাশনের দিন এই নিজেও রক্তদান করলেন পুত্রের বাবা রণদেব দাসও।
অনুষ্ঠানে আসা ব্যক্তিদের স্যানিটাইজার ব্যবহার করে অনুষ্ঠানে যোগ দিলেন। সেই সাথে সাথে সমস্ত মানুষকে বার্তা দিলেন রক্ত দান করুন গাছ লাগান।