করোনা প্রতিরোধ সংক্রান্ত নানা দাবিত খড়্গপুরের মহাকুমা শাসককে ডেপুটেশন দিল সংযুক্ত মোর্চা

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর :করোনা পরিস্থিতিতে নানা দাবি নিয়ে নিয়ে শনিবার খড়্গপুর শহর সংযুক্ত মোর্চার পক্ষ খড়্গপুরের মহাকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়।সংযুক্ত মোর্চার পক্ষ থেকে গভীর উদ্বেগ ব্যক্ত করে অভিযোগ করা হয়, এই মহামারীর পরিবেশে যে তৎপরতা প্রশাসনের ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়ার দরকার ছিল, তা হচ্ছে না। খড়্গপুর শহরে টীকা নেওয়া নিয়ে মানুষের যে চাহিদা ও ব্যকুলতা তার সাথে সরকারের টীকা কেন্দ্রের সংখ্যা ও টীকার সরবরাহ পরিমানে সামঞ্জস্য থাকছে না। ফলে এই দাবদাহের মধ্যে নাগরিকদের হয়রানি বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে মোর্চার পক্ষ থেকে দাবি য়করা হয় খড়্গপুর শহরে মাত্র পাঁচটি কেন্দ্রে টীকা দেওয়া হচ্ছে টীকা প্রদান কেন্দ্রের সংখ্যা অবিলম্বে বাড়াতে হবে,টীকা সরবরাহের অপ্রতুলতা কাটিয়ে তুলে প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিমানে সরবরাহ করতে হবে, সর্বস্তরে করোনা বিধি সবাইকে মানানো ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসন কে প্রয়োজনীয় ব্যবস্থা ও উদ্যোগ নিতে হবে,এই বিষয়ে সর্বদলীয় বৈঠক করতে হবে,১৮ বছরের ঊর্ধ্বে সকলকে অবিলম্বে টীকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, পৌর এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে, ডেঙ্গু নিয়েও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।ডেপুটেশনে সংযুক্ত মোর্চার পক্ষে উপস্থিত ছিলেন সবুজ ঘোড়াই, রিতা শর্মা, বিপ্লব ভট্ট,বাসুদেব ব্যানার্জি প্রমুখ।