শিলিগুড়িতে ইউনাইটেড সিকিম ফুটবল দলের শিবির চালু হচ্ছে

শিলিগুড়ি: শুধুমাত্র পাহাড় নয় তরাই ও ডুয়ার্স এর ফুটবলারদের ইউনাইটেড সিকিম ফুটবল দলে খেলার সুযোগ মিলবে। এই সুযোগ করে দিচ্ছেন ইউনাইটেড সিকিম ফুটবল দলের প্রতিষ্ঠাতা তথা ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। আগামী মাসে শিলিগুড়িতে বাইচুং ভুটিয়া ইউনাইটেড সিকিম ফুটবল দলের পক্ষ থেকে শিবির আয়োজন করতে চলেছেন। যেখানে পাহাড় তরাই ডুয়ার্সে ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়া হবে।

    ইউনাইটেড সিকিম ক্লাবের হয়ে পেশাদার ফুটবল খেলতে পারবেন সুযোগ পাওয়া ফুটবলাররা। এছাড়া ইউনাইটেড সিকিম ক্লাবের হয়ে জাতীয় লিগ খেলার সুযোগ মিলবে সুযোগ পাওয়া ফুটবলারদের। আগামী মাসের 2 তারিখ থেকে শিলিগুড়ি সালুগারায় প্রশিক্ষণ শিবির চালু হবে এমনটাই জানিয়েছেন ইউনাইটেড সিকিম ক্লাবের প্রতিষ্ঠাতা বাইচুং ভুটিয়া। তিনি এর সঙ্গে আরও জানান শিলিগুড়ি শিব মন্দির ও একটি প্রশিক্ষণ শিবির খোলা হবে, এই ব্যাপারে চিন্তাভাবনা শুরু করা হয়েছে।